Posts

KEYWORD ANALYSIS OR RESEARCH

Image
 KEYWORD ANALYSIS OR RESEARCH. Explained this very well What is Keyword Analysis or Keyword Research? If you want to create a website, you first need to select a keyword, and get an idea of ​​how many people search for that term on Google. You need to analysis your website as soon as possible to find it, research the rest of the word, find out what Google's ranking is like, how people visit it, how people want to know about it and how much Google pays for it. Basically, if you don't know about the keyword analysis extra charge feature, then you can't work with SEO and your website can't run well on Google. There are also many more things to know about which are given in the picture below.

দেশের বেকার সমস্যা ও সমাধান

 দেশের বেকার সমস্যা ও সমাধান!!! ছোট্ট স্বাধীন এই দেশের কয়েকটি সমস্যার মধ্যে অন্যতম একটা সমস্যা হলো বেকারত্ব। সমস্যা এত প্রকট যে এশিয়া মহাদেশের মধ্যে আমাদের এদেশ দ্বিতীয় স্থানে। ১০ বছর আগে এদেশে প্রায় ১২ লাখ মানুষ বেকার ছিল। কিন্তু বর্তমান দ্বিগুণ হয়ে বেকার জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৭ লাখে। বেকারত্ব আমাদের জন্য যেন একটা অভিশাপে হয়ে গেছে। কর্মসংস্থান না পেয়ে লাখো যুবক পথে পথে ঘুরে। চাকরিতে সীমিত পদের জন্য হাজার হাজার আবেদন পড়ে। এত আবেদনকারীর মাঝে নিজেকে অসহায় লাগে। এমন পরিস্থিতিতে চাকরি না পেয়ে দুশ্চিন্তায় কুরে কুরে খায় অগণিত যুবককে। আর যখন কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষিত হয়ে বের হয় তার জন্য তো আরো বেদনাদায়ক। চিরায়ত প্রবাদ ‘লেখাপড়া করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে’ এটাকে এমনভাবে বলাই যেন মানানসই ‘লেখাপড়া করে যে, বেকার বেশে হয় সে।’ এটা থেকে কি বুঝা যায়, এরা কি যোগ্য নয়? আমাদের দেশে বেকারত্বের মূল কারণ অদক্ষ শিক্ষাব্যবস্থা, স্বজনপ্রীতি, মানসিকতা পরিবর্তনের অভাব, অতিরিক্ত আত্মসম্মানবোধ, পুঁজির অভাব। কীভাবে এটার সমাধান হবে? এ সমস্যা কমিয়ে আনার জন্য কিছু পদক্ষেপ নেয়া যেতে পারে। যেমন-

ডিজিটাল মাকেটিং কি? এর গুরুত্ব??

Image
 ডিজিটাল মার্কেটিং কি?? পৃথিবীটা অত্যন্ত অল্প দিনের মধ্যে ডিজিটাল পৃথিবীতে পরিণত হতে চলেছে। মোবাইল ফোন, ল্যাপটপ, কর্মক্ষেত্রে ডেস্কটপ কম্পিউটার এবং আরো অনেক ইলেক্ট্রনিক্স এর মাধ্যমে ডিজিটাল কন্টেন্ট ব্যাবহার মানুষের একটি দৈনিক অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এবং বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানই এখনো তাদের বিপণন কৌশলে এটার প্রয়োজনীয়তা অনুভব করতে পারছেনা। সত্যিকার অর্থে ডিজিটাল মার্কেটিং অন্যান্য মার্কেটিং এর চেয়ে অনেক বেশি দ্রুত ,বহুমুখী বাস্তবসন্মমত। ডিজিটাল মার্কেটিং একই সাথে ভোক্তা এবং বিপননকারি উভয়েরই সমান উপকারে আসে। সরল ভাষায় বলতে গেলে, ডিজিটাল মার্কেটিং ইলেকট্রনিক মিডিয়া এক বা একাধিক ফর্ম মাধ্যমে পণ্য বা ব্র্যান্ডের প্রচার হয়। সাধারণত রিয়েল টাইমে- এটা চ্যানেল ও বিপণন প্রচারাভিযানের বিশ্লেষণ এবং কি কাজ করছে এবং কি না বুঝতে সক্ষম একটি প্রতিষ্ঠান যে পদ্ধতি ব্যবহার রয়েছে যে ডিজিটাল মার্কেটিং সনাতন বিপণন থেকে পৃথক। ডিজিটাল বিপণনকারী ইন্টারনেট, সম্ভবত, চ্যানেল সবচেয়ে ঘনিষ্ঠভাবে ডিজিটাল মার্কেটিং সঙ্গে যুক্ত হতে পারে না, কত ঘন ঘন এবং কতদিন, বিক্রয় রূপান্তরের জন্য, ইত্যাদি কি বিষয়বস্তুর কাজ এবং

অনলাইনে ক্যারিয়ারের গুরুত্ব।

Image
 আমরা অনেকেই অনেক জায়গা ফ্রিল্যান্সিং,অনলাইন বিজনেস  নিয়ে টুকটাক জেনেছি।কিন্তু আমাদের হয়তো এখনো অনলাইন ক্যারিয়ার নিয়ে স্পষ্ট ধারণা নেই। তো চলুন আজকে এই বিষয়ে ধারণা নিয়ে নিই,,,,,,,,,, প্রথমত ক্যারিয়ার কী??  ক্যারিয়ার বলতে আপনার ভবিষ্যৎ ভিত্তি বুঝায়।তাহলে অনলাইন ক্যারিয়ার কী?? অনলাইনের মাধ্যমে অনলাইন একটি ভিত্তি।    আজকে আমরা যে পরিস্থিতিতে আছি তার হিসেবে অনলাইন  ক্যারিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনাভাইরাস সংক্রমণের কারণে লকডাউন ঘোষণার পর দেশব্যাপী ব্যবসা-বাণিজ্যে ও শিল্প প্রতিষ্ঠানে চলছে স্থবিরতা। সঙ্কুচিত হয়ে পড়েছে অর্থনৈতিক কর্মকান্ড। ফলে একদিকে কর্মীরা চাকরি হারাচ্ছেন, অপরদিকে পুঁজি হারাতে বসেছেন শত শত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী। যদিও এর বিপরীত চিত্র অনলাইন ব্যবসায়। করোনাকালে ঘরে বসে পণ্য পেতে ক্রেতাদের যেমন অনলাইনেরর ওপর নির্ভরশীলতা বাড়ছে, তেমনি অনলাইনের ব্যবসায় তরুণদেরও বাড়ছে আগ্রহ। স্বল্প পুঁজিতে ব্যবসার সুযোগ থাকায় দেশজুড়ে বাড়ছে অনলাইন উদ্যোক্তা।  অনলাইনে ক্যারিয়ারের সম্ভাবনা ও ঘরে বসেই উপার্জন। সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি শিল্পে বাংলাদেশের প্রবেশ বেশি দিনের না হলেও তারুণ্যময় যু

মাকেটিং কি? বা ডিজিটাল মাকেটিং কি?

Image
 মাকেটিং শব্দটি সবার কাছে পরিচিতো। কম বেশি সবাই এ শব্দটি শুনেছে। তবে অনেকে আছে যারা এ শব্দটি আসল মানে জানে না। তারা মনপ করে মাকেটিং মানেপন্য কেনা বেচা করা। মাকেটিং কি? আথাৎ মাকেটিং হলো এমন এক বিজনেস প্রসেস যেখানে গ্রাহকে বা তাদের চাওয়া গুলো খুজে প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে তাদের সন্তুষ্টি করা। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোন প্রোডাক্ট বা সারভিসের প্রতি গ্রাহকদের অগ্রহি করে তোলা।  Digital Marketing কি? বর্তমান যুগ হাই স্প্রিট ইন্টারনেটের যুগ।এখন ঘরে বসে মানুষ বিশ্বের সব খবরাখবর রাখতে পারছে । বলা যায় পৃথিবী এখন হাতের মুঠোয় । এই ইন্টারনেট ব্যবস্থাকে কাজে লাগিয়ে যে ব্যবসায়িক মাধ্যম গড়ে উঠেছে তাকে ডিজিটাল মার্কেটিং বলে। এককথায় বলা যায়- ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পণ্য,প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনাকে বোঝায়। ইন্টারনেট ব্যবস্থা  ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ডিজিটাল মার্কেটিং কেন করবেন? এর জবাব হতে পারে এমন- খুব স্বল্প সময়ে সঠিকভাবে আপনি আপনার পন্যকে কাস্টমারের কাছে আকর্ষণীয় ভাবে তুলে ধরতে পারবেন। আপনার পণ্য টি যে সকল কাস্টমারের কাছে

Digital Marketing

Image
  এক নজরে Digital Marketing এর সেরা ৮  টি মাধ্যম  Search engine optimization (SEO) Search Engine Marketing  (SEM)  Content marketing Social Media Marketing(SMM)  Digital Display Marketing Mobile Marketing  Email Marketing  Affiliate Marketing DIGITAL MARKETING CLICK HERE TO MORE