ডিজিটাল মাকেটিং কি? এর গুরুত্ব??

 ডিজিটাল মার্কেটিং কি??

পৃথিবীটা অত্যন্ত অল্প দিনের মধ্যে ডিজিটাল পৃথিবীতে পরিণত হতে চলেছে। মোবাইল ফোন, ল্যাপটপ, কর্মক্ষেত্রে ডেস্কটপ কম্পিউটার এবং আরো অনেক ইলেক্ট্রনিক্স এর মাধ্যমে ডিজিটাল কন্টেন্ট ব্যাবহার মানুষের একটি দৈনিক অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এবং বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানই এখনো তাদের বিপণন কৌশলে এটার প্রয়োজনীয়তা অনুভব করতে পারছেনা। সত্যিকার অর্থে ডিজিটাল মার্কেটিং অন্যান্য মার্কেটিং এর চেয়ে অনেক বেশি দ্রুত ,বহুমুখী বাস্তবসন্মমত। ডিজিটাল মার্কেটিং একই সাথে ভোক্তা এবং বিপননকারি উভয়েরই সমান উপকারে আসে। সরল ভাষায় বলতে গেলে, ডিজিটাল মার্কেটিং ইলেকট্রনিক মিডিয়া এক বা একাধিক ফর্ম মাধ্যমে পণ্য বা ব্র্যান্ডের প্রচার হয়। সাধারণত রিয়েল টাইমে- এটা চ্যানেল ও বিপণন প্রচারাভিযানের বিশ্লেষণ এবং কি কাজ করছে এবং কি না বুঝতে সক্ষম একটি প্রতিষ্ঠান যে পদ্ধতি ব্যবহার রয়েছে যে ডিজিটাল মার্কেটিং সনাতন বিপণন থেকে পৃথক। ডিজিটাল বিপণনকারী ইন্টারনেট, সম্ভবত, চ্যানেল সবচেয়ে ঘনিষ্ঠভাবে ডিজিটাল মার্কেটিং সঙ্গে যুক্ত হতে পারে না, কত ঘন ঘন এবং কতদিন, বিক্রয় রূপান্তরের জন্য, ইত্যাদি কি বিষয়বস্তুর কাজ এবং কাজ করে না দেখা হচ্ছে কি ভালো জিনিস নিরীক্ষণ, অন্যদের বেতার অন্তর্ভুক্ত টেক্সট মেসেজিং, মোবাইল ইনস্ট্যান্ট মেসেজিং, মোবাইল অ্যাপস, পডকাস্ট, ইলেকট্রনিক বিলবোর্ড, ডিজিটাল টেলিভিশন এবং রেডিও চ্যানেল ইত্যাদি


 ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ??



একসময় ছিল যখন বাজারে নতুন কোন পণ্য আসলে তাদের কিছু কর্মী ঘরে ঘরে গিয়ে সেই পণ্য সম্পূর্ন সবাইকে জানিয়ে দিত এবং তাদেরকে কেনার আকৃষ্ট করত। বর্তমানে সেই প্রচারণা গুলো অনলাইনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই করা যাচ্ছে। গ্রাহকের কাছে পণ্যের গুণাগুণ, প্রয়োজনীয়তা সবকিছুই সুন্দরভাবে উপস্থাপন করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে।


এছাড়া বর্তমান সময়ে ৪০০ কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করতেছে এবং এই ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। তাহলে আপনি একবার ভেবে দেখুন আপনার ব্যবসার বা পণ্যের মার্কেটিং টা যদি অনলাইনে করেন তাহলে কি পরিমান কাস্টমার আপনি পেতে পারেন। এজন্য প্রতিটা ব্যবসায়ের ক্ষেত্রে অনলাইন প্রচারণা গুরুত্বপূর্ণ।


ডিজিটাল মার্কেটিং কিভাবে করবেন??


ডিজিটাল পদ্ধতিতে মার্কেটিং করার অনেক মেথড আছে। আপনার ব্যবসায়ের জন্য কোন মেথডটা বেশি কার্যকর, আপনার পণ্যটি কোন মেথডে সহজে গ্রাহকের কাছে পৌছাতে পারবেন তা আপনাকে খুজে বের করতে হবে। এরপর আপনাকে সেই মেথডেই মার্কেটিং করতে হবে।


সেরা কয়েকটি মেথড

Search Engine Optimization

Search Engine Merketing

Social Media Merketing

Affiliate Merketing

Content Merketing

Email Merketing

Display Advertising

Viral Merketing

এছারাও আনেক বিষয় আছে আমাদের সাথে থাকলে জান্তে পারবেন।

Comments

Popular posts from this blog

Digital Marketing

মাকেটিং কি? বা ডিজিটাল মাকেটিং কি?